ভুয়ো পাসপোর্ট সহ গ্রেপ্তার হলেন প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো ও তাঁর দাদা রবার্তো অ্যাসিস।
বুধবার গভীর রাতে বিলাসবহুল হোটেলের ঘর থেকে রোনাল্ডিনহো ও তাঁর দাদাকে গ্রেপ্তার করে প্যারাগুয়ে পুলিশ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ‘রোনাল্ডিনহোর কাছে জাল পাসপোর্ট ছিল। এই অপরাধেই গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন ফুটবলার ও তার দাদাকে।
জানা গেছে, একটি অনুষ্ঠানে অংশ নিতে প্যারাগুয়ে এসেছিলেন রোনাল্ডিনহো। পাশাপাশি একটি বই প্রকাশ করার কথাও ছিল তাঁর। কিন্তু তাঁর আগেই রোনাল্ডিনহোকে গ্রেপ্তার করা হল। উল্লেখ্য,এবারই প্রথম নয়। ২০১৮ সালের নভেম্বরেই ভুয়ো পাসপোর্ট কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল রোনাল্ডিনহো। কিছুদিন আগেই সেই মামলা থেকে নিষ্কৃতি পেয়েছেন তিনি। তারপরেই ফের ভুয়ো পাসপোর্ট কেলেঙ্কারিতে জড়ালেন ২০০২ বিশ্বকাপ জেতা এই ফুটবলার। এই ঘটনা জানাজানি হতেই আলোড়ণ পড়েছে ক্রীড়াজগতে।
1719 total views , 1 views today