দেশ

করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে কেরলকে ছাপিয়ে গেল মহারাষ্ট্র, মুম্বাইয়ে ১৪৪ ধারা জারি

ভারতবর্ষেও ক্রমশ সংক্রমণ বাড়ছে নভেল করোনা ভাইরাসের। এখনো পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০৮। রোজই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এদিকে ভারতবর্ষের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল কেরলে। এখনো পর্যন্ত কেরলে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ জন। কিন্তু করোনায় আক্রান্তের সংখ্যায় কেরলকে ছাপিয়ে গেল মহারাষ্ট্র।

এক ধাক্কায় সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২। এর জেরে মুম্বইয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দিল্লিতে ইমারুল ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ জন। করোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে সর্তকতা জারি করা হয়েছে। এদিকে করোনার জেরে বেলুড় মঠে নারায়ণ সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে করোনা অাক্রান্তদের মৃত্যুতে ক্ষতিপূরণ নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এনিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রীর। মহারাষ্ট্রের বিধ্বস্ত পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বলে খবর।

Loading

Leave a Reply