জেলা

আরামবাগে রাস্তায় পড়ে পচা মুরগি, দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ।

শ্যামলেন্দু গোস্বামী,আরামবাগ :- করোনার বলি হয়েছেন ২ ভারতীয়। ক্রমশ বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার জেরে গুজবে আগেই কমেছে মুরগি মাংস বিক্রি, তারই মধ্যে আরও আতঙ্ক ছড়াল আরামবাগের মাধবপুরে | মাধবপুরের বিভিন্ন এলাকায় রাস্তার ধারে পরে রয়েছে শয়ে শয়ে মরা মুরগি | আর এর জেরে এলাকায় রীতি মতো আতঙ্ক সৃষ্টি হয় |

স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সকালে তারা জানতে পারেন রাতের অন্ধকারে রাস্তার ধারে পড়ে রয়েছে মরা মুরগি। আর ছড়িয়ে ছিটিয়ে পরে থাকা মুরগিকে ছিঁড়ে খাচ্ছে কাক- কুকুরে | দুর্গন্ধে ভরে যাচ্ছে গোটা এলাকা। মরা মুরগি  কুকুর টানাটানি করে নিয়ে যাচ্ছে লোকালয়ে।

স্থানীয় বাসিন্দা জগবন্ধু রায় বলছেন এই এলাকায় একটি মাত্র পোল্ট্রি ফার্ম রয়েছে। কিন্তু এত মরা মুরগি কিভাবে এই এলাকায় এল তারা তা ভেবে পাচ্ছেন না। অন্যদিকে, শেখ মোরশেদ, নিরঞ্জন পাল, ও গৌরাঙ্গ ঘোষালরা বলছেন, এলাকা দিয়ে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে দাড়িয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই ধরনের অপকর্ম ঘটালে তারা তা বুঝতে পারছেন না। তবে পুলিশ ও প্রশাসনের এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ঘটনার খবর পেয়ে প্রশাসনের তরফে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে |

Loading

Leave a Reply