কুহু ঘোষ, আরামবাগ:- ভারতবর্ষের রাজনৈতিক তরজা সব সময় চলতেই থাকে। খবরের চ্যানেল খুললে, খবরের কাগজ পড়লে সব সময় সংবাদের শিরোনামে থাকে রাজনৈতিক ইস্যু। বিজেপি যে কথা বলবে সে কথা তৃণমূল কর্ণপাত করবেন না; কংগ্রেস যে কথা বলবে সে কথা সিপিআইএম মানবে না। সব পক্ষই কারও কথা মানে না। একে অপরের বিরুদ্ধে মতপ্রকাশ করে সর্বদা। অার তা অনেক সময়ই সাধারণের হাসির খোরাক হয়। কিন্তু সমগ্র বিশ্বের মতো ভারতবর্ষে এখন যে লড়াই শুরু হয়েছে, তাতে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি মানুষ একসাথে লড়াই করলে তবেই জয় গান গাওয়া যাবে। এখন কেবলমাত্র হিন্দু-মুসলমান বা জাতিগত ব্যবধান নয় এবং রাজনৈতিক মতভেদ করেও না, সকলে একসাথে এক হয়ে সব ভুলে লড়াইই সমস্ত ভারতবাসীর মূল লক্ষ্য। আজকের দিনে দাঁড়িয়ে এই করোনার লড়াইয়ে ব্যথিত হলেও বলতে ভীষণ ভালো লাগে, আমাদের ভারত বর্ষ নেতাজি সুভাষের ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ। আর অাজ তা আরও একবার প্রমাণ হয়ে গেল। বিশ্ববাসীর কাছে বিশ্ব স্বাথ্য সংস্থা হু দাবি করেছিল ভারতবর্ষে সংক্রমণ ছড়ালে তা ভয়াবহ আকার ধারণ করবে।
কিন্তু ভারতের প্রশাসন প্রথম থেকেই যে সর্তকতা জারি করেছে তাতে করে এই সংক্রমণ মাত্রা রোখা যাবে বলেই সকলে আশাবাদী। যখন নরেন্দ্র মোদি কার্ফু জারি করলেন, তখন অনেকেই ভেবেছিল রাজ্য সরকার হয়তো এই কার্ফু মানবে না। কিন্তু হল ঠিক তার বিপরীত। রাজ্য সরকার কার্ফু মেনে নেওয়ায় নয়। শুধু মেনে নেওয়াই নয় মমতা সরকার তা এক মত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করল। পুনরায় যখন সোমবার থেকে লকডাউনের নোটিস পাঠাল কেন্দ্র, তখনও পশ্চিমবঙ্গ সরকার তা মেনে নিল। অপরদিকে তৃণমূল-বিজেপি যেমন একসাথে করোনার বিরুদ্ধে লড়ছে। ঠিক তেমনই সিপিএম, কংগ্রেস ও একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্য এবং কেন্দ্রের পক্ষে।
আরামবাগে সিপিআইএম কর্মীরা পুরভোটের প্রচারের জন্য লেখা দেওয়াল মুছে লিখলেন “বাকি সব পড়ে, এখন মানুষকে বাঁচানোর লড়াই”। কথাটা একদমই বাস্তব। প্রতিটি সাধারণ মানুষ এবং রাজনৈতিক দল সকলে এক হয়ে উঠেছেন এই সংক্রমণের জেরে। এখন এমনটাই প্রতিপন্ন হচ্ছে যে এই সংক্রমণ নেতাজি সুভাষের ভারত গড়ে দিচ্ছে। তবে এখন দেখার কত দ্রুত সমস্ত ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে করোনার সংক্রমণ রদ করে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস ভারতবাসী যখন এক হয়েছে, তখন করোনা পিছু হটতে বাধ্য হবে। পুনরায় ভারত অাবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে।