বিশ্ব

ইতালিতে মৃতদেহ সৎকারের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, সেনারাই করছেন কাজ।

ক্রমশ মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে ইতালি। মৃত্যু মিছিল অব্যাহত দেশে। গুটিকয়েক সেনাকর্মী ছাড়া রাস্তাঘাট শুনশান। দোকান-বাজার, রেস্তোরাঁ-বার, স্কুল-কলেজ গোটা ভ্যাটিকানই স্তব্ধ, জনমানবশূন্য। ইতিমধ্যেই ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। হাসপাতালে বাড়ছে ভিড়, মর্গে জমছে লাশের স্তূপ। শেষকৃত্য করার মানুষ নেই। বাইরে নিয়ে গিয়ে দেহ পুড়িয়ে ফেলছেন সেনাকর্মীরা। করোনার গ্রাসে যেন প্রাণশক্তি ফুরিয়ে আসছে ইতালির।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে , একদিনে ৭৯৩ জনের মৃত্যুর ঘটনা রেকর্ড ভেঙেছে। সেই সংখ্যা কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় ইতালিতে ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৫১ জনের। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মৃতের মোট সংখ্যা ছুঁতে চলেছে পাঁচ হাজার। সংক্রমণের নিরিখে যা ছাপিয়ে গেছে চিনকেও। আক্রান্ত ৫৩ হাজারেরও বেশি। বিপুল আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা।

Loading

Leave a Reply