বিশ্ব

হঠাৎই আফগানিস্তানের কাবুলে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, ধোঁয়াশা

হঠাৎই আফগানিস্তানের কাবুলে ৮৩ জন যাত্রীবাহী একটি বিমান ভেঙে পড়ল। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। সূত্র জানা গেছে আরিয়ানা এয়ারলাইন্সের ৩৫৮ নম্বর বিমানটি আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত থেকে কাবুলের দিকে যাচ্ছিল। সেই সময়ই কাবুলের দক্ষিণ-পশ্চিমে দি ইয়াক জেলার সাদো অঞ্চলে ভেঙে পড়ে বিমানটি। দক্ষিণ প্রান্ত থেকে কাবুলের দিকে যাওয়ার সময় ৮৩ জন যাত্রী নিয়ে গমন করেছিল ৩৫৮ নম্বর বিমান। কাবুলের যে অঞ্চলটিতে বিমানটি ভেঙে পরেছে সেটি তালিবান প্রভাবিত বলে জানা গেছে। স্থানীয় সময় একটা দশ নাগাদ ভেঙে পড়ে বিমান।

এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনও পর্যন্ত জানা যায়নি ঠিক কত জনের ক্ষতি হয়েছে এবং বিমানটি কী কারণে ভেঙে গেল। তালিবান অধ্যুষিত হবার জন্য বিমানটিকে কোন ভাবে আক্রমন করে নীচে ফেলা হয়েছে নাকি এই নিয়েও সংশয় দেখা দিয়েছে। আবার বিমানটির কোন যান্ত্রিক গোলযোগ হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এয়ারলাইন্স সূত্রে খবর বিমান দুর্ঘটনার জেরে কালো ধোঁয়া এবং আগুনে ভরে যায় গোটা এলাকা। বিমানের যাত্রীদের বাঁচার সম্ভাবনা খুব কম। ইতিমধ্যেই আফগানিস্থানের স্পেশাল ফোর্সের কর্মীরা ওই ঘটনায় উদ্ধার কাজে হাত লাগিয়েছে।

Loading

Leave a Reply