ভিডিও

করোনা মোকাবিলায় অসংগঠিত শ্রমিকদের মাসিক ১০০০ টাকা করে অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর।

ইতিমধ্যে করোনা গ্রাস করতে শুরু করেছে গোটা দেশকে। ক্রমশ মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সারা দেশ ও বিশ্বের পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যেই বিভিন্ন প্রকার শুরু করেছেন কেন্দ্র সরকার ও পশ্চিমবঙ্গ সরকার। একাধিক নিত্য নতুন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আজ বিকাল থেকে গোটা রাজ্যের গ্রামীণ ও শহরের এলাকাগুলিতে লকডাউন জারি হবে। বিকাল ৫ টা থেকে এই নীতি লাগু হবে।

পুলিশ ও প্রশাসন কড়া হাতে বেআইনি কাজ দমন করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি অসংগঠিত শ্রমিকদের যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় তাদের জন্য মাসে এক হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর করে একের পর এক সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরাও।

Loading

Leave a Reply