জেলা

লকডাউনে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। পুলিশের ভূমিকায় প্রশংসা।

করোনার জেরে রাজ্যে সরকারের নির্দেশে লকডাউন চলছে।সেই লকডাউনে কোন্নগড়ে দেশপ্রাণ মিষ্টান্ন ভান্ডারের মালিক দোকান খোলা রেখে দেদার ব্যাবসা চালাচ্ছেন।সেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।উত্তরপাড়া থানার পুলিশ সেই মিষ্টির দোকান বন্ধ করতে গেলে কোন্নগর পৌরসভার কাউন্সিলর তন্ময় দেব বাধা দেয়।শুধু বাধা নয় পুলিশ কে হেনস্থা পযন্ত করে ওই কাউন্সিলর।

রাজ্যের শাসক দলের কাউন্সিলরের এই ভূমিকায় নিন্দার ঝড় সব মহলে।পুলিশ সূত্রে খবর IPC ১৮৮ এবং অন্যান্য ধারায় মামলা দেওয়া হয়েছে অভিযুক্ত কাউন্সিলর কে।কোন্নগরের সাধারণ মানুষের অভিযোগ জন প্রতিনিধি হয়ে যদি আইন না মানে তাহলে সাধারণ মানুষ কি শিক্ষা নেবেন ওনার থেকে।থানায় বসে কাউন্সিলর নিজের ঔদ্ধত্য দ্যাখায়। ফোন করে দলের নেতাদের জানানোর চেষ্টা করলে পুলিশ সেই ফোন টি কেড়ে নেয়।পুলিশের এই ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন কোন্নগরের বিশিষ্ট মানুষেরা।

Loading

Leave a Reply