রাজ্য

কলকাতার আক্রান্ত ১ বৃদ্ধ, আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২২

সারাদেশের পাশাপাশি এ রাজ্যেও আক্রান্তের সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এদিন রাতে কলকাতা ও হুগলির শেওড়াফুলির এ ২ জনের শরীরে রবিবার রাতে ভাইরাসের হদিশ মেলে। এদিন রাতে ফের রাজ্যে আরও এক করোনা আক্রান্তের খোঁজ মিলল কলকাতায়৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ৭৭ বছরের বৃদ্ধের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে৷ তাঁর রিপোর্টে করোনা পজিটিভের কথা উল্লেখ ছিল৷ এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২২৷

অ্যাপোলো হাসপাতালের সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের প্রবল শ্বাসকষ্টের সমস্যা ছিল৷ তাঁর মধ্যে করোনার উপসর্গ থাকায় বৃদ্ধকে হাসপাতালের আইসোলেশন আইসিইউ-তে রাখা হয়৷ বৃদ্ধে লালা রসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ওই বৃদ্ধের শরীরে কীভাবে সংক্রমণ ছড়াল তা জানার চেষ্টা করছে স্বাস্থ্য দফতর এবং হাসপাতাল কর্তৃপক্ষ৷ তিনি কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন কিনা, অথবা তিনি বা তাঁর পরিবারের কেউ সম্প্রতি বিদেশ বা অন্য রাজ্য থেকে ফিরেছেন কিনা, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে৷ বৃদ্ধের পরিবারের সদস্যদেরও প্রয়োজনে কোয়ারেন্টাইনে রাখা হবে ৷ তবে রবিবারের তুলনায় তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে ৷ কারণ ওই বৃদ্ধের ভেন্টিলেশন নির্ভরতা অনেকটাই কমেছে৷ রক্তচাপও স্বাভাবিক রয়েছে ৷

Loading

Leave a Reply