বিশ্ব

উকুন মারার ওষুধে ধ্বংস হবে করোনা, দাবি অস্ট্রেলিয়ান বিজ্ঞানীদের।

এই মুহূর্তে বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশ ছাড়া বাকি সব দেশেই কমবেশি আক্রান্ত করোনাভাইরাসে। ইতালি-স্পেন আমেরিকা ও চীনে ইতিমধ্যেই মৃত্যু-মিছিল দেখেছে বিশ্ব। এছাড়াও বর্তমানে এশিয়ায় তাণ্ডব চালাচ্ছে এই মারণ রোগ। সারা বিশ্বের গবেষকদল প্রাণপন চেষ্টা চালাচ্ছেন এই রোগের প্রতিষেধক বের করতে। কয়েকটি দেশ ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে প্রতিষেধক ব্যবহার করলেও এখনো তা জনসমক্ষে আসেনি। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান গবেষকরা অদ্ভুত এক দাবি করে বসলেন।তাদের দাবি উকুন মারার ওষুধে 48 ঘণ্টার মধ্যে মেরে ফেলা সম্ভব এই ভাইরাসকে। তারা যে অবাস্তব কিছু বলছেন না তা নাকি পরীক্ষা করে ইতিমধ্যে দেখিয়েছেন। ওষুধ টির নাম আইভারমেক্টিন।

ইতিমধ্যেই ওষুধটি অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রয়োজনীয় ওষুধের তালিকা তার মধ্যে আছে এমনটাই জানা যাচ্ছে। বহু বছর ধরেই অ্যান্টি–প্যারাসিটিক এই ওষুধ উকুন মারার কাজে ব্যবহৃত হচ্ছে। এই ওষুধের উচ্চমাত্রার ব্যবহার মানুষের কোষে বাড়তে থাকা করোনাভাইরাসের বৃদ্ধি থামাতে পারে বলে দাবি করেছেন গবেষকরা। তবে এই ওষুধ মানুষের শরীরে বাসা বাঁধা করোনার উপর পুরোমাত্রায় কার্যকর কিনা এবং কতটা পরিমাণ প্রয়োগ নিরাপদ, তা এখনও গবেষকেরা নির্ণয় করতে পারেননি। সঠিকভাবে প্রয়োগ ও পরিমাণ নির্ধারণ করা নিয়ে এখনও বেশ কয়েকটি পরীক্ষা করবেন বলে তাঁরা জানিয়েছেন। মোনাশ বায়োমেডিসিন ডিসকভারি ইনস্টিটিউট ও পিটার দোর্টি ইনস্টিটিউট অব ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি—র গবেষকরা যৌথভাবে এই গবেষণা চালাচ্ছেন।

Loading

Leave a Reply