জেলা

পুরসভার পক্ষ থেকে পেট্রল পাম্পে ঝোলানো হল ‘নো মাস্ক নো পেট্রল’র পোস্টার।

রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিভিন্ন জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতেও করোনা সন্দেহে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। সর্বত্রই কড়া সতর্কতা নেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে রাজ্য এবং কেন্দ্র। বিভিন্ন বাজার, মার্কেটে টানা হয়েছে লক্ষন রেখা। যতটা সম্ভব ধীরে ধীরে সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে কেনাকাটা। দেশ জুড়ে লকডাউন চলছে। বিভিন্ন বাজার, মার্কেটে নোটিশ জারি করা হয়েছে সতর্কতা অবলম্বন করে আসতে হবে। সরকারি নির্দেশ মেনে চলতে হবে।


হ্যাণ্ডগ্লাভস ব্যবহার করতে হবে। সঙ্গে মাস্ক ও বাধ্যতামূলক করা হয়েছে।এবারে পেট্রোল পাম্পেও পড়লো নোটিশ। তাতে বড় বড় করে লেখা – “নো মাস্ক, নো ওয়েল”। হুগলির শ্রীরামপুরে একটি পেট্রোল পাম্পে এই নোটিশ ঝোলালো শ্রীরামপুর পৌরসভা। মাস্ক পড়ে না এলে পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না বলে সাফ জানানো হচ্ছে। সে গাড়ির চালক হোক কিংবা মোটর বাইক চালক! সকলের জন্যই একই নিয়ম লাগু করেছে পেট্রল পাম্প কর্তৃপক্ষ। এমনকী পাম্প কর্মীরাও ব্যবহার কিরছেন হ্যাণ্ড গ্লাভস এবং মাস্ক। করোনা সতর্কতা হিসেবেই এই নোটিশ, জানালেন পেট্রোল পাম্প কর্মী। কেননা পাম্প কর্মী ও চালকের মধ্যে থাকে খুবই কম দূরত্ব। তাই সচেতনতার জন্যই এই উদ্যোগ পুরসভার। পুরসভার এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ।



পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, মানুষের মধ্যে বাড়তি সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ। আগামীদিনে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নেওয়া হবে।

Loading

Leave a Reply