দেশ

লকডাউন এ গাড়ি আটকানোয় পুলিশ কর্তাকে কান ধরে উঠবস করানো হলো, প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড়।

দেশজুড়ে চলছে লকডাউন। যে সমস্ত পেশার মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে কাজ করছেন তার মধ্যে অন্যতম হলো পুলিশকর্মীরা। কোন জায়গা থেকে অসুস্থ রোগীকে গাড়ি করে তুলে নিয়ে আসা হোক বা কাউকে কোয়ারেন্টাইন এ পাঠানো হোক, আবার করোণ আক্রান্ত মৃত ব্যক্তির দাহকার্য হোক, সবেতেই অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন পুলিশ। আবার মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং বাজারে হাটে কোথাও ভিড় না জমান সেই দায়িত্ব সামলাচ্ছেন পুলিশ।অযথা রাস্তায় গাড়ী নামলে সেই গাড়ির চেকিং করার দায়িত্ব আছেন পুলিশ।



এই মুহূর্তে সাধারণ মানুষ পুলিশের ভূমিকার প্রশংসা করছেন। কিন্তু একেবারেই ভিন্ন এক দৃশ্য ভাইরাল হলো। আর তা মানুষের চোখে পড়তেই সকলেই ভৎসনা করছেন। ভিডিওটা দেখা যাচ্ছে এক পুলিশকর্তা কর্তা চেকপোস্টের সামনে কান ধরে উঠবস করছেন আর তাকে ওঠ-বস করাচ্ছেন এক সরকারি আমলা। ঘটনাটি বিহারের আরাবিয়া জেলার। সরকারি আমার নাম মনোজ কুমার বলে জানা গেছে। তিনি এই জেলার কৃষি অধিকর্তা। সূত্র থেকে জানা গেছে মনোজকুমার একটি বৈঠকে যাচ্ছিলেন সেই সময় চেকপোষ্টে তার গাড়ি আটকান পুলিশকর্মী গণেশ তাতমা।আর এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ অফিসার কে কান ধরে উঠবস করার ও প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। পাশাপাশি তিনি নাকি এও বলেন তাঁর বৈঠকের তারা না থাকলে ওই পুলিশকর্মীকে জেলখাটাতেন।এই ছবি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে ওই এলাকায়।


Loading

Leave a Reply