দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। রাজ্যেও প্রতিদিন হু হু করে বাড়ছে সংক্রমণের হার। এই মুহূর্তে সংক্রমনের শতাংশের বিচারে পশ্চিমবঙ্গ দেশের দ্বিতীয় স্থানে আছে বলে জানা গেছে। যখন সংক্রমণ ঠেকাতে নাজেহাল অবস্থা স্বাস্থ্য দপ্তরে সেই সময়ে চরম দুঃসংবাদ শোনা যাচ্ছে। জানা গেছেকরোনা আক্রান্ত রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা বিপ্লব দাশগুপ্তর মৃত্যু হল। তিনি সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তাঁর ১৭ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। বেশ কয়েকদিন বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা চলার পর অবস্থার অবনতি হলেভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
সূত্রের খবর মাস আটেক আগে হৃদরোগের জন্য এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছিল। এই স্বাস্থ্য অধিকর্তার অত্যধিক মাত্রায় সুগার এবং হাইপার টেনশন ছিল বলেও জানা গেছে। যদিও বিপ্লব দাশগুপ্তর মৃত্যু নিয়ে স্বাস্থ্য ভবন এখনও সরকারি ভাবে কিছু জানায়নি।১৭ এপ্রিলের কয়েকদিন আগে থেকে জ্বর, সর্দির মতো উপসর্গ দেখা যায় এই স্বাস্থ্য কর্তার। এরপর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করে তাঁর লালারসের নমুনা পাঠানো হয় টেস্টের জন্য। রেজাল্ট আসে পজিটিভ। স্বাস্থ্যের সঙ্গে যুক্ত একের পর এক ব্যক্তির আক্রান্ত হয়ে পড়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সম্প্রতি ন্যশনাল মেডিক্যাল কলেজের এক ইন্টার্ন, কলকাতা মেডিক্যাল কলেজের এক নার্স, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের স্টোর ইনচার্জ কোভিডে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।