ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট গোমতী জেলা:- বিশ্বব্যাপী মহামারী করোনা আক্রান্তে বিপন্ন জনজীবন । চলছে লাগাতার লকডাউন । ভারতবর্ষে ও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা । যদিও রাজ্যে এখন আর আক্রান্ত নেই । তথাপি রাজ্য সরকার কেন্দ্রিয় নির্দেশমেনে বহু আইন প্রয়োগ করেছে জনজীবনে। রাজ্যের গোমতী জেলা শাসক এবং উদয়পুর মহকুমা শাসকও রাজ্য সরকারের নির্দেশকে যথাযথ ভাবে পালন করার জন্য সাধারন জনগনকে আহ্বান জানাচ্ছে । তাছাড়া মহকুমা শাসক উদয়পুর মহকুমা জুড়ে করোনা রোগের যেন কোনো প্রভাব বিস্তার না হয় অর্থাৎ মহকুমাকে করোনা মুক্ত রাখতে আলাদা কিছু বিধিনিষেধ লাগু করছেন, যেহেতু উদয়পুরই রাজ্যে প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। বিশেষ করে যানবাহন চলাচলে ( সামাজিক দূরত্ববজায় থাকে )মহকুমাজুড়ে বিশেষ আইন লাগু করেছে । বাইকে একজন এবং যেকোন গাড়িই হউক একের অধিক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে না। তবে এই নির্দেশ কতজনের জানা আছে। মহকুমা শাসকের নির্দেশ পেয়ে মহকুমার পুলিস বিভিন্ন স্থানে নাকাপোষ্ট তৈরি করে চেকিং চালিয়ে বহু মোটরসাইকেল এবং গাড়ি আটক করে বিভিন্ন থানাতে নিয়ে যায়। তবে পুলিসের আটককৃত সকলই বলছে তকদের জানা ছিল না এই বিধিনিষেধের কথা।
তাহলে প্রশাসনের বার্তা কি জনগনের কাছে পৌছতে পারে নি ? শনিবার সকাল থেকে বহু যান আটক করে রেখেছে রাধাকিশোরপুর থানাতে । দুপুর বয়ে বিকাল গড়তে শুরু হলেও ছাড়া হয় নি কোনো যানই । বসে থাকতে হয় থানার সামনে গাড়ির যাত্রীদের । ৭০ উর্ধে একবয়স্ক মহিলাও বসে রোইল থানার সামনে, তাকিয়ে থাকতে দেখা যায় থানার দরজার দিকে । কখন বলবে থানার বড়বাবু ছেড়ে দেওয়া হয়েছে তোমাদের ,কখন চালক বাড়িতে নিয়ে যাবে। তবে প্রশ্ন উঠে সাধারন জনগণ একজন রোগীকে কিভাবে হাসপাতালে একা পাঠাবে, তাছাড়া এই করুন আর্থনৈতিক পরিস্থিতিতে তিনজনের ভাড়া একজনের পক্ষে কিভাবে সম্ভব । এই দিকে প্রশাসনের গাড়ি গুলিতে একের অধিক লোক নিয়ে কিভাবে চলাচল করছে সেই নিয়েও প্রশ্ন উঠছে। পুলিস গাড়িতেও দেখা যায় একইচিত্র। দাবী উঠেছে, মহকুমা শাসকের নির্দেশ কি তাহলে সাধারন জনগনের জন্য , নাকি প্রশাসনের কর্মীরাই নিয়ম ভাঙছে । গোটা উদয়পুর মহকুমাজুড়ে জনগণ একদিকে খাদ্যের জন্য হাহাকার অন্যদিকে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় কাজে বের হয়ে সারাদিন কৃষক থেকে শুরু করে সাধারন জনগণকে হয়রানি শিকার হতে হচ্ছে ।