দেশ বিনোদন

প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান।শোকস্তব্ধ বলিউড

দেশের অসংখ্য চলচ্চিত্রপ্রেমীর চোখের জল ঝরিয়ে চলে গেলেন অভিনেতা ইরফান খান।তিনি কোলনে সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরেই মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। বেশ কয়েক মাস ধরেই মস্তিষ্কের টিউমারের সঙ্গে লড়াই করেছিলেন এবং কয়েক মাস আগে লন্ডনে চিকিৎসা শেষে মুম্বই ফিরে আসেন তিনি।মঙ্গলবার রাতে
জীবনযুদ্ধ শেষ, ৫৩ বছর বয়সেই চলে গেলেন ইরফান খান। ইরফান খান রেখে গেলেন তাঁর স্ত্রী সুতপা ও দুই ছেলেকে।
অভিনেতার মৃত্যুর খবর শোকস্তব্ধ বলিউড।




একনজরে ইরফানঃ-
ইরফান খান অথবা আরও ছোট করে ইরফান নামে পরিচিত সাহাবজাদা ইরফান আলী খান (জন্ম: ৭ই জানুয়ারি, ১৯৬৭) একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি বলিউডে অভিনয়ের মাধ্যমে বেশি পরিচিত।তিনি ব্রিটিশ ভারতীয়,হলিউড এবং তেলেগু ছবিতে কাজের জন্য পরিচিত,২০১২ সালের মার্কিন চলচ্চিত্র অ্যামেজিং স্পাইডার ম্যান অভিনয় করে প্রশংসা অর্জন করেন। এছাড়া তিনি হলিউডের সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড এ দারুণ অভিনয় করেন।

প্রাথমিক জীবন সম্পাদনা
ইরফান ১৯৬৭ সালের ৭ই জানুয়ারি ভারতের জয়পুরে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ইরফানের মা, বেগম তন্ক হাকিম পরিবার থেকে এসেছিলেন এবং এবং তার মরহুম পিতা জাগিরদার তন্ম জেলার বাসিন্দা ছিলেন সেখানে পাগড়ির ব্যবসা করতেন।তিনি ১৯৮৪ সালে নয়া দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে স্কলারশিপের অর্জন করেন, যদিও তিনি তখন তার এমএ ডিগ্রীর জন্য অধ্যয়নরত ছিলেন।



পুরস্কার
২০১১: পদ্মশ্রী
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
২০১২: সেরা অভিনেতা – পান সিং তমর
ফিল্মফেয়ার পুরস্কার
২০১২: সেরা অভিনেতা – পান সিং তমর
২০০৭: সেরা অভিনেতা &– লাইফ ইন এ মেট্রো
২০০৩: সেরা খলনায়ক – হাসিল
চলচ্চিত্রের তালিকা সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা
১৯৮৮ সালাম বম্বে! পত্রলেখক
২০০৩ ধন্ধ, দ্য ফগ অজিত খুরানা
২০০৯ বিল্লু বিল্লু নাপিত
২০১২ দ্য লাইফ অব পাই পিসিনচন্দ্র
২০১৫ পিকু রানা চৌধুরি
২০১৭ হিন্দি মিডিয়াম রাজা বাত্রা
২০১৭ ডুব জাবেদ হাসান
২০২০ আংরেজি মিডিয়াম ছুরি রাজা বাত্রা



Loading

Leave a Reply