জেলা

গ্রিন জোনে শুরু হল সরকারি বাস চলাচল, বাস কর্মীদের পুষ্পবৃষ্টি ।

তির আশঙ্কায় গ্রিনজোনগুলিতে শুরু হয়নি বেসরকারি বাস চলাচল। তবে বেসরকারি বাস চালু না হলেও গ্রিন জোন হিসেবে চিহ্নিত উত্তর দিনাজপুর জেলায় সরকারি বাসের পরিষেবা শুরু হয়ে গেল৷ বাস পরিষেবা শুরু হওয়ায় খুশি জেলার বাসিন্দারাও৷

উত্তর দিনাজপুর জেলায় এখনও কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি৷ তাই এই জেলা গ্রিন জোন হিসেবে চিহ্নিত হয়েছে৷ সরকারি বাসের চালক ও কন্ডাক্টরদের জন্য এনবিএসটিসি-র পক্ষ থেকে রেইন কোট, মাস্ক, গ্লাভস, টুপি এবং চশমা পাঠানো হয়েছে৷ করোনা আতঙ্কের মধ্যেই সেই সমস্ত সুরক্ষা সরঞ্জাম পরে শুক্রবার থেকেই পরিষেবা শুরু করলেন সরকারি বাসের কর্মীরা৷এ দিন রায়গঞ্জ ডিপো থেকে জেলার মধ্যে চলাচলের জন্য ৪ টি বাস ছাড়ে৷ বাস ছাড়ার আগে তৃণমূল কংগ্রেস সমর্থিত আইএনটিটিইউসি-র কর্মী সংগঠনের পক্ষ থেকে চালক এবং কন্ডাক্টরদের সংবর্ধনা দেওয়া হয়৷ চালক এবং কন্ডাক্টরদের ফুলের মালা পরিয়ে দেওয়া হয়, বাস ছাড়ার আগে পুষ্পবৃষ্টিও করা হয় ৷

Loading

Leave a Reply