রাজ্য

অবশেষে ব্যান্ডেল স্টেশনে এল পাঞ্জাব থেকে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন

অবশেষে বহুটাল বাহানার পর শনিবার রাত্রি ৯.৪৫ নাগাদ পাঞ্জাব থেকে হুগলি ও নদীয়ার ৮৫২ জন আটকে পড়া যাত্রী নিয়ে “শ্রমিক স্পেশাল” ট্রেন এল। জানা গেছে, এই ট্রেনটি এসে দাঁড়ায় ৩ নম্বর প্লাটফর্মে। সেখান থেকে নতুন ওভারব্রিজের মধ্যে দিয়ে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন ময়দানে বিশেষ একটি রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে এই অস্থায়ী টেন্ডে। সেখান থার্মাল স্ক্রিনিং করে স্বাস্থ্য পরীক্ষা করার জন থেকে হুগলির যাত্রীদের পোলবা মহেশ্বরপুর কোয়ারেন্টাইন সেন্টার, শ্রীরামপুর নীলকমল কোয়ারেন্টাইন সেন্টার এবং গোঘাট কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হবে। সেখান স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ যাত্রীদের পাঠানো হবে বাড়িতে, তাদের ১৪ দিন হোম করেন্টিন করা হবে ।

উপসর্গ থাকা যাত্রীদের রাখা হবে করেন্টিন সেন্টারে। নদীয়ার যাত্রীদের ব্যান্ডেল স্টেশন সংলগ্ন ময়দানে থার্মাল স্ক্রিনিং করে পাঠিয়ে দেওয়া হবে নদীয়ার কোয়ারেন্টাইন সেন্টারে। যেখানে তাদের পরবর্তী স্বাস্থ্যপরীক্ষা এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ট্রেন আসার আগার মুহূর্তে যথেষ্ট তৎপর রয়েছে পুলিশ ও প্রশাসন।

Loading

Leave a Reply