খেলা রাজ্য

করোনাতে দুস্থ পরিবারের সাহায্যার্থে বেহালা ইস্টবেঙ্গলিয়ান্স

করোনাতে আক্রান্ত গোটা দুনিয়া।এর প্রভাব পড়েছে খেলার দুনিয়ায়। খেলা প্রেমিরা খেলাদেখার থেকে দুরে থাকলেও।করোনার প্রকোপে অসহায় মানুষদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিচ্ছে খেলাপ্রেমিরা।

এরকমই খেলাপ্রেমী সংস্থা ‘বেহালা ইস্টবেঙ্গলিয়ান্স’ বেহালার সুধা সিন্ধু মার্কেটে ৩৫০ জন দৈনন্দিন আয়ের উপরেং নির্ভরশীল ও দুঃস্থদের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলো।

বেহালার বিস্তীর্ণ অঞ্চলের প্রয়োজনীয় মানুষের কাছে এই সংস্থার তরফ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বেহালা ইস্টবেঙ্গলিয়ান্স সংস্থার এই ক্ষুদ্র প্রচেষ্টাটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে সকলেই এগিয়ে এসেছেন বলে জানাগেছে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও বিপন্ন এবং অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হবে প্রয়োজনীয় সামগ্রী।

Loading

Leave a Reply