নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকাল নাগাদ শেখ হাসিনা টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এদিন নরেন্দ্র মোদী বিকালে টেলিফোন করেন ঈদের শুভেচ্ছা জানান শেখ হাসিনাকে।
ইহসানুল করিম জানান, বিকেলে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঈদের শুভেচ্ছা জানান।
বাংলাদেশস্থ ভারতের হাইকমিশন সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় দুই নেতা উভয় দেশের ঘূর্ণিঝড় আম্ফানের দ্বারা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাদের মূল্যায়ন ভাগ করেছেন। নেতারা covid–19 মহামারী পরিস্থিতি এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা নিয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের পক্ষে ভারতের সমর্থনকে নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের মানুষের সুস্বাস্থ্যের ও মঙ্গল কামনা করেন