জেলা

পঙ্গপালের আতঙ্কে ঘুম উড়েছে ঝাড়্গ্রামের চাষিদের

ঝাড়গ্রামের বিভিন্ন সবজি বাগানে নজরে পড়া পতঙ্গ এক প্রজাতির পঙ্গপাল বনদপ্তরের তরফে এই বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে আতঙ্কে কাঁটা ঝাড়গ্রামজুড়ে। আর এর জেরে ঘুম উড়েছে কৃষকদের। জমি পরিদর্শন করেছেন খড়গপুর বনবিভাগের আধিকারিকরা।

জানা গেছে,কয়েকদিন আগে ঝাড়গ্রামের জোড়াশালের গ্রামের বাসিন্দারা পাশে সবজি বাগানে এক বিশেষ পতঙ্গ দেখেন। যে পতঙ্গগুলি লাউ, আদা-সহ বিভিন্ন সবজি নষ্ট করে দেয়। এতেই পঙ্গপালের আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও এবং বনদপ্তরের স্থানীয় বিটের পক্ষ থেকে গ্রামটি পরিদর্শন করা হয়। গ্রামের বাসিন্দারা জানান, “পতঙ্গ আমাদের গ্রামে লাউ, আদা-সহ বিভিন্ন গাছ খেয়ে শেষ করে দিয়েছে। আমরা রীতিমতো আতঙ্কিত। প্রশাসনের তরফে জানানো হয়েছে ওই পতঙ্গ পঙ্গপালের একটি প্রজাতি। তাই বিপদ এড়াতে সব ধরনের ব্যবস্থা অবলম্বন করা প্রয়োজন।

খড়গপুর বনবিভাগের ডিএফও অরুপ মুখোপাধ্যায় বলেন, “ওই গ্রামে আমাদের স্থানীয় বিট অফিসার এবং ব্লকের বিডিও গিয়েছিলেন। আমাদের অনুমান এটি এক প্রজাতির পঙ্গপাল। প্রশাসনিকভাবে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীদিনেও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Leave a Reply