দেশ

চুল কাটতে গেলে এবার দিতে হবে আধার কার্ড

করোনা আবহের আগেই সমস্ত জায়গায় আধার বাধ্যতামূলক করার উদ্যোগ শুরু হয়। কিন্তু মারণ ভাইরাসের সংক্রমণের জেরে সেই উদ্যোগ কিছুটা ধাক্কা খায়। এবার চুল কাটতে গেলেও বাধ্যতামূলক আধার কার্ড। এমনই অভিনব নিয়ম চালু করল তামিলনাড়ু সরকার। সমস্ত সেলুন, স্পা ও বিউটি পার্লারগুলিকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

কন্টাক্ট ট্রেসিংয়ের সুবিধার্থে আধার কার্ড নম্বর থেকে শুরু করে গ্রাহকদের নাম-ঠিকানা ও ফোন নম্বরের মতো প্রয়োজনীয় তথ্যও লিখে রাখতে হবে সেলুনে। তবে শুধু আধার কার্ড নয়, অন্যান্য বিধিও লাগু করা হয়েছে। যেমন- কর্মী সহ গ্রাহকদেরও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক। কর্মীদের গ্লাভস, মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। প্রত্যেক গ্রাহককে স্পর্শ করার আগে হাত ধোয়া বাধ্যতামূলক। ব্লেড, ন্যাপকিন একবার ব্যবহারের পর ফেলে দিতে হবে। হেয়ার ব্যান্ড, টাওয়েল বা গায়ের চাদর একবার ব্যবহারের পরই ধুয়ে দিতে হবে। সেলুন, স্পা বা বিউটি পার্লারে জ্বর নিয়ে ঢোকা যাবে না। এছাড়াও পালন করতে হবে সামাজিক দূরত্ব বিধিও। এমনকী গ্রাহকরা এই নিয়ম মানছেন কি না তা দেখতে হবে সেলুন ব্যবসায়ীদের।

Loading

Leave a Reply