রাজ্য

সপ্তাহে ৩ দিন করে অফিস আসতে হবে কর্মীদের, নির্দেশিকা নবান্নের

আগামী ৮ জুন থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে খুলছে সরকারি অফিস। সব সরকারি কর্মীকেই আগামী সোমবার থেকে সপ্তাহে ৩ দিন অফিস করতে হবে। নবান্ন থেকে বেরলো নতুন নির্দেশীক। সমস্ত সরকারি অফিস, পুরসভা, পঞ্চায়েত সব ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে, স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষক-অশিক্ষক কর্মীদের কাজে যেতে হবে না।

সোমবার থেকেই রাজ্যে শিথিল হয়েছে লকডাউন। নির্দেশ অনুযায়ী অফিসমুখী হয়েছেন অনেকেই। তবে পর্যাপ্ত গণপরিবহণ না থাকায় অনেকই দুর্ভোগের শিকার হয়েছেন। কেউ বাইকে ,কেউ গাড়ি ভাড়া করে চাকরি বাঁচাতে অফিসমুখী বাংলার মানুষ। ভাড়ায় গেড়োয় মঙ্গলবার পর্যন্তও পথে নামেনি বেসরকারি বাস।

পাশাপাশি নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি-বেসরকারি সমস্ত অফিসকেই নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে কাজ চালাতে হবে। বেসরকারি অফিসগুলোর ক্ষেত্রে কত শতাংশ কর্মী অফিসে আসবে সেই সিদ্ধান্ত কর্তৃপক্ষই নেবে।

Loading

Leave a Reply