জেলা

সন্তানের টানে প্রসবের ক্লান্তি নিয়েই ৫ কিমি দৌড় মায়ের

রাস্তাতেই সন্তান প্রসব করে মা। প্রসবের পর পিচ রাস্তায় লুটোপুটি খায় সদ্যোজাত। জাতীয় সড়ক তাই গাড়ির চাপ রয়েছে। এই অবস্থায় যেকোনো মুহূর্তে বড় সড়ক দুর্ঘটনার আশঙ্কা ছিল। সেটা লক্ষ্য করেই দুই সিভিক ভলেন্টিয়ার ছুটে এসে সদ্যোজাতকে উদ্ধার করেন। তার চিকিৎসার জন্য তাকে বাইকে করে নিয়ে রওনা দেয়। কিন্তু মায়ের মন সন্তানকে তার থেকে আলাদা করা হচ্ছে বুঝতে পেরেই আকুল মা। প্রসবের ক্লান্তি সত্ত্বেও বাইকের পিছনে দৌড়। মা হয়তো ভেবেছিল সন্তানকে অপহরণ করা হচ্ছে। তাই বাইকের পিছনে প্রাণপণ দৌড়। তবে দৌড় থামল প্রায় ৫ কিমি রাস্তা অতিক্রমের পর।

তবে তারপর মা বুঝতে পেরেছি পারল যে সন্তানকে অপহরণ নয় নয় বরং তার শুশ্রূষার জন্যই তাকে বাইকে চাপিয়ে আনা হয়েছে। তারপর অবশ্য আর প্রতিবাদ করেনি মা। তবে এই সন্তানের প্রতি এই ভালোবাসা কোনও মানুষের নয়। একটি গোরুর। দুর্গাপুরের গান্ধী মোড়ে মায়ের অপত্যস্নেহের এই ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। পরে অবশ্য বাছুরের শুশ্রূষা করে মা ও সন্তান দু’জনকেই মালিকের হাতে তুলে দিয়েছে পুলিশ। সন্তানের টানে মায়ের এই প্রাণপণ দৌড় যেন দৃষ্টান্ত সৃষ্টি করল। এমনটাই মত নেটিজেনদের।

Loading

Leave a Reply