উদ্যোক্তাদের চাপে পড়ে অবশেষে দুর্গাপুজো করার অনুমতি দিল দিল্লি সরকার। সমস্ত বিধি নিষেধ মেনে পুজো করার জন্য ৩১ অক্টোবর পর্যন্ত ছাড় দিয়েছে দিল্লি সরকার। সরকারি নির্দেশ পাওয়ার পরেই পুজো উদ্যোক্তারা জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়েছে।
তবে আর বেশি সময় না থাকায় অনেকে এবার ঘটে পুজো সারতে চলেছেন। তবে দিল্লির বিভিন্ন পুরনো মন্দির যেখানে দুর্গাপুজা হতো সেখানে অবশ্য প্রতিমা করার কাজ শুরু হয়েছে। তবে সরকার স্পষ্ট নির্দেশিকা দিয়েছে যে পাঁচ ফুটের বেশি প্রতিমা কোনওভাবেই করা যাবে না। এছাড়া এবার যমুনার ঘাটে বিসর্জনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
প্রতিমায় ব্যবহার করা যাবেনা কোনও রাসায়নিক রং। পুজোকমিটিগুলি আশেপাশে জায়গা খুঁড়ে বিসর্জনের ব্যবস্থা করছে। যেখানে জায়গা নেই সেখানে বিসর্জনের দিন বড় লোহার চৌবাচ্চা এনে বিসর্জন করা হবে। সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, মণ্ডপে ২০০ জনের বেশি জমায়েত করা যাবে না। নিয়ম অমান্য করলে ওই পুজোউদ্যোক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।