জেলা

শিক্ষককে চাকরি দেবার নাম করে টাকা অাত্মস্মাত করার অভিযোগ।

শিক্ষককে রেলের চাকরি দেওয়ার নাম করে ৭০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় ছাত্র দীপঙ্কর দিগার নামে এক যুবককে আগেই গ্রেপ্তার করেছিল গোঘাট থানার পুলিশ। তাকে পুলিশি হেফাজতে নিয়ে বিভিন্ন ঘটনা তথ্য উঠে আসে পুলিশের কাছে। সেই সূত্র ধরে শুক্রবার রাতে গোঘাটের উল্লাসপুর এলাকা থেকে সুজিত সাঁতরা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, সুজিত সম্পর্কে দীপঙ্করের জামাইবাবু হয়।

সুজিতের বাড়ি আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতের শেখপুর এলাকায়। এই প্রতারণা চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত আছে তা তদন্ত করে দেখছে পুলিশ। শনিবার ধৃত সুজিতকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর দীপঙ্কর বিভিন্ন লোকজনের থেকে টাকা তুলে সেই টাকা তার জামাইবাবুর সুজিতকে দিত। সুজিত পেশায় একজন চাষী। সে ওই টাকা নিয়ে চাষের কাজে ব্যবহার করত।

Loading

Leave a Reply