জেলা

CAA -র সমর্থনে ঝাড়গ্রামে দিলীপ ঘোষের মহামিছিল

অরূপ ঘোষ, ঝাড়গ্ৰাম:- CAA এর সমর্থনে ঝাড়গ্রামে দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপির মহামিছিল অভিনন্দন যাত্রাতে পা মেলালেন সহস্র অধীক বিজেপি কর্মী সমর্থক। এদিন CAA এর সমর্থনে ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড় থেকে এই অভিনন্দন যাত্রা শুরু হয় তাতে পা মেলান বিজেপির সাংসদ দিলীপ ঘোষ, সায়ন্তন বসু সহ একাধিক বিজেপি নেতৃত্বরা। এই মহা মিছিল শেষে পথসভা করেন যেখানে ঝাড়গ্রামের উপস্থিত মানুষদের নাগরিকপঞ্জি করনের বিষয়ে জানান। সঠিক কি তা বলেন এবং তাদের CAA নিয়ে কোনোরকম কারো গুজবে কান দিতে না করেন।

পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে একহাতে নিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, দিদিমনি যখন যেমন তখন সেরকম, মানুষ বুঝে গেছে পাশাপাশি রাজ্য জ্বলছে ধর্ষন, খুন এসব চলছে বিরোধীতা না করে প্রশাসনে নজর দিন। গতকাল মানুষ বুঝিয়ে দিয়েছি বাম-কংগ্রেস এখন ব্রাত্য হয়ে গেছে, তাদের কোন প্রভাব মানুষের ওপর পড়েনা তাই ওসব নাটক বন্ধ করা উচিত। পাশপাশি এদিন সায়ন্তন বসু প্রায় একই সুরে অমর্ত্য সেনকে কটাক্ষের সুরে বলেন, অমর্ত্য সেন জন্ম সার্টিফিকেটের কথা বলেছেন তিনি কিছুই জানেন না কারন নাগরিকপঞ্জি করন বিলে কোথাও জন্ম সার্টিফিকেটের কথা উল্লেখ নেই।

তিনি অমর্ত্য সেনকে নির্লজ্জ বলেও কটাক্ষ করেন। এদিন ঝাড়গ্রামে বিজেপির অভিনন্দন যাত্রায় উপস্থিত কর্মী সমর্থকদের ভীড় কি গেরুয়া শিবিরে নতুন করে বাড়তি অক্সিজেন জোগালো ? তা জানতে এখন শুধু সময়ের উপর নির্ভর থাকতে হবে। পাশাপাশি এই মহামিছিল জনসমুদ্রের ন্যায় হয়েছিল তা বলাই বাহুল্য।

Loading

Leave a Reply