রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :- মহা ঘুরণি ঝড় আমপান মুর্শিদাবাদ – সহ দক্ষিণ বঙ্গের বাকি জেলা গুলিতেই এর কম বেশি প্রভাবের দাপটে বিপর্যস্ত মুর্শিদাবাদ জেলার জনজীবন। সকাল থেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ঝড়ের গতি। ঝড়ের দাপটে ঘরবাড়ি, গাছপালার পাশাপাশি সব্জি, ধান ও তিল চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন জেলা প্রশাসনের কর্তারা। […]