জেলা

আমপানে মুর্শিদাবাদে বোরো চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :- মহা ঘুরণি ঝড় আমপান মুর্শিদাবাদ – সহ দক্ষিণ বঙ্গের বাকি জেলা গুলিতেই এর কম বেশি প্রভাবের দাপটে বিপর্যস্ত মুর্শিদাবাদ জেলার জনজীবন। সকাল থেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে ঝড়ের গতি। ঝড়ের দাপটে ঘরবাড়ি, গাছপালার পাশাপাশি সব্জি, ধান ও তিল চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন জেলা প্রশাসনের কর্তারা।

পাকা ধান তোলার মুখে ভয়াবহ ঝড় বৃষ্টির দাপটে মাথায় হাত পড়েছে চাষী দের। জমিতে ৮০ শতাংশের ওপর ধান পেকে গিয়েছে কিন্তু সেগুলি জলে ভাসছে। এই ঝড়ে প্রচুর আম, লিচু ঝরেছে।তাতে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া পটল, ঝিঙে, শসার মাচা ভেঙ্গে পড়েছে। কৃষকদের অভিযোগ সতর্ক করেই দায় সেরেছে জেলা কৃষি দফতর।

Loading

Leave a Reply