দেশ

আগামী এডিসি ভোটকে সামনে রেখে কাঞ্চনপুরে বিজেপির মণ্ডলের ডাকে বৈঠক

ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদার এর রিপোর্ট।উত্তর ত্রিপুরা:-আগামী এডিসি ভোটকে সামনে রেখে কাঞ্চনপুর মণ্ডলের ডাকে বৈঠক।কাঞ্চনপুর নতুন মোটর স্ট্যান্ড বি,এম,এস এর কনফারেন্স হলে এডিসি ভোটকে সামনে রেখে জোরদার প্রচার চালানোর চেষ্টায় ভারতীয় জনতা পার্টির কাঞ্চনপুর মণ্ডল, কমিটির উদ্যোগে বিশেষ আলোচনা বৈঠক করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মন্ডল সভাপতি গৌতম রায়, সম্পাদক সমর নাথ, সহ-সভাপতি রবীন্দ্র কর, প্রাক্তন সভাপতি শৈলেন নাথ,রাইচরণ রিয়াং, রাজ্য কমিটির সদস্য সঞ্জিত রিয়াং,পৃষ্ঠা প্রমুখ সহ ভোট কমিটির সদস্যরা।

বৈঠকে আলোচনায় বিগত ডিসেম্বর মাসে কাঞ্চনপুর হিংসাত্মক ঘটনা ঘটেছিল তার প্রতি তীব্র নিন্দা জানাই এবং জাতি-উপজাতি অংশের লোকেরা একত্রে মিলিত হয়ে প্রচার চালানোর আহ্বান রাখেন।

Loading

Leave a Reply