কাশ্মীরের ঠান্ডায় মোহনবাগানের খেলা নজর কেড়েছে আপামোর ফুটবলপ্রেমীদের। গত কয়েক সপ্তাহ ধরে চাপে থাকা মোহনবাগানের স্প্যানিশ কোচ কিভু ভিকুনা কাশ্মীর জয় করে প্রতিক্রিয়ায় বলেছিলেন, মোহনবাগানের আরব ভালো ফুটবল খেলা অনেক বাকি রয়েছে। তাই কাশ্মীর থেকে ফিরেই কোচ এখন পড়েছেন তার নতুন ফুটবলার কামোরন তুরসুনভকে নিয়ে। তাজাকিস্তানের এই ফরোয়ার্ডকে তিনি কাশ্মীরে নিয়ে যাননি। কারণ তখন জেটল্যাগ কাটিয়ে উঠতে পারেননি। এখন তাকেও টিমের সেট করতে চাইছেন।
বৃহস্পতিবার ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তার অভিষেক হয়ে যেতে পারে। কারণ কাশ্মীরে না গেলেও কামোরন প্র্যাকটিস সেরেছেন গোলকিপার কোচ দীপঙ্কর চৌধুরীর কাছে। এখন তিনি ফিট। মঙ্গলবার দুপুরে প্র্যাকটিসে ফরোয়ার্ডকে দুটি পজিশনে ব্যবহার করলেন কোচ। স্ট্রাইকারে বাবা দিয়াড়ার সঙ্গে ব্যবহার করেছেন। আবার দেখে নিলেন উইংয়ে খেলিয়ে। তবে জানা গেছে, তার প্লাস পয়েন্ট হচ্ছে তিনি দুটি পজিশনেই বেশ সাচ্ছন্দ্য বোধ করলেন। তার দ্রুত গতির শট রয়েছে। এমনিতেই টিমের পাঁচ বিদেশি এখন ভালো ফর্মে আছেন। পরপর তিন ম্যাচে জয়ের ফলে দারুন ছন্দে রয়েছে ফুটবলাররাও। আত্মবিশ্বাসে ফুটছে। তা সত্বেও বড় ম্যাচের আগে টেস্ট করিয়ে নিতে চাইছেন না। তিনি বলেছেন শীর্ষে থাকা ড্রেসিংরুমে আত্মবিশ্বাস বেড়েছে সেই আত্মবিশ্বাস থেকেই আমরা পরের ম্যাচ জেতার অঙ্ক কষছি। তাই আজকের ম্যাচে মোহনবাগান জনতার নজর থাকবে নতুন বিদেশি তুরসুনভের উপর।