খেলা

আত্মতুষ্টি নয়, আজ ওড়িশা এফসির বিরুদ্ধে জয়ের লক্ষ্যে নামছে এটিকে মোহনবাগান

দুটি ম্যাচে সহজ জয়ের পর চনমনে এটিকে মোহনবাগান শিবির। আজ ওড়িশা এফসি বিরুদ্ধে অ্যান্টোনিও হাবাস এর দল। এমনিতেই ডার্বিতে জয়ের পর আত্মবিশ্বাসে ফুটছে এটিকে মোহনবাগানের ফুটবলাররা। তবে আত্মতুষ্টিতে রাজি নন পেশাদার কোচ হাবাস। জয় তাঁর মূল লক্ষ্য। প্লেয়ারদের সেই বার্তাই দিয়েছেন এই স্প্যানিশ কোচ।

এই মুহূর্তে এটিকে মোহনবাগানকে স্বস্তিতে রেখেছে দুটি ম্যাচই গোল পেয়েছেন তাদের নির্ভরযোগ্য স্ট্রাইকার রয় কৃষ্ণা। আরও আত্মবিশ্বাস জোগাচ্ছে যে দুটি ম্যাচ এখনও পর্যন্ত মোহনবাগান রক্ষণ একটি গোল হজম করেনি। ওড়িশা এফসিকে কোনভাবেই হালকা ভাবে নিচ্ছেন না স্প্যানিশ কোচ। আজ শুরু থেকেই খেলার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ান ব্র্যাড ইমনানের। এডু গার্সিয়ার চোট থাকায় তার মাঠে ফিরতে এখনো তিন চার দিন সময় লাগতে পারে। তবে তা নিয়ে একেবারেই ভাবতে রাজি নয় কোচ। তবে প্রতিপক্ষের স্ট্রাইকার দিয়েগো মরিসিও এবং মার্সেলিনহো খেলোয়াড়কে সমীহ করছেন হাবাস। তবে গোল হজম না করে আক্রমণে যাওয়ার পরিকল্পনা করছে এটিকে মোহনবাগান।

Loading

Leave a Reply