করোনা নামক মহামারির তাণ্ডবে যখন সমস্ত বিশ্বের সাথে ভারতবর্ষের অবস্থাও শোচনীয়, এমনকী ভারতবর্ষের মানুষের সাথে সাথে পশু পাখিদের অবস্থাও বেশ গুরুতর। তখনই ভারতের মানুষকে সাহায্যের সাথে সাথে পশুদের পাশে এসে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা। জানা গেছে, করোনা মোকাবিলায় এগিয়ে এসেছেন রোহিত শর্মা ।
কেন্দ্রের পাশে দাঁড়িয়েছেন তিনি। ৪৫ লক্ষ টাকা ডোনেশন দিয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। ২৫ লক্ষ টাকা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে। তার সঙ্গে পাঁচ লক্ষ টাকা দিয়েছেন ভারতের মানুষের খাবার জন্য ত্রাণ তহবিলে। তার সঙ্গে আরও ৫ লক্ষ টাকা দিয়েছেন পথ কুকুরদের খাবারের সংস্থান করতে।
উল্লেখ্য, সমস্ত হোটেল রেস্টুরেন্ট বন্ধ। মানুষের খাবারই জুটছে না ঠিকঠাক। সেই মতো অবস্থায় পশুপাখিদের বাঁচানোর দুর্দায় হয়ে উঠেছে। এই রকম পরিস্থিতিতে রাস্তার কুকুরদের সাহায্যের জন্য এগিয়ে এলেন রোহিত শর্মা। এর আগে বাংলাতেও টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে দেখা যায় বাড়ির সামনে পথ কুকুরদের খাবার দিতে। অন্যদিকে, তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীও পথকুকুরদের সাহায্যের আবেদন করেন।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসীসন্ধ্যা নামতেই বাড়ির ছাদে অজানা শব্দ শোনা যেত। সেই শব্দ… Read more: সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগখানাকুল থানার অন্তর্গত খুনিয়াচক গ্রামের মল্লিকপাড়া এলাকায় গৃহবধূকে পিটিয়ে খুনের… Read more: গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারগোঘাটের নগড়া কৃত্তিবাসপুর এলাকায় ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে… Read more: ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকারপুজোর আগে ডেঙ্গির আতঙ্ক গোঘাটে। সরকারিভাবে ডেঙ্গি প্রসঙ্গে সচেতনতা বাড়াতে… Read more: সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণেযুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে… Read more: খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে