দেশ

প্রতি গ্রামে ভ্রাম্যমাণ বিজ্ঞানকেন্দ্র ও ভার্চুয়াল জাদুঘর করতে উদ্যেগী কেন্দ্র

বাংলার প্রতিটি গ্রামে পড়ুয়ারা যাতে অডিও-ভিস্যুয়ালের মাধ্যমে ইতিহাস, প্রাকৃতিক ইতিহাস ও বিজ্ঞান উপলব্ধি করতে পারে, তার জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। এর জন্য প্রতি গ্রামে মোবাইল ভ্যানে বিজ্ঞান প্রদর্শনীর ও ভার্চুয়াল জাদুঘর পৌঁছে দিতে চলেছে মন্ত্রক। কলকাতায় এসে এমনই ঘোষণা করেছেন ডেভলপমেন্ট অব মিউজিয়াম অ্যান্ড কালচারাল স্পেসেসের বিশেষ উপদেষ্টা এবং প্রাক্তন সংস্কৃতি সচিব রবীন্দ্র সেই রাজ্যের প্রত্যন্ত গ্রামের পড়ুয়াদের ক্ষেত্রে কলকাতায় এসে দর্শনীয় কোনও জায়গা ঘুরে দেখা একেবারেই স্বপ্নের মতো। অনেকেই সেই সুযোগ সুবিধা একেবারে পায় না।

তাই ভারতীয় জাদুঘরে রাখা হাতির পূর্বপুরুষের ফসিলস দেখার সৌভাগ্য কোনদিনই তাদের হয়ে ওঠে না। প্রায় আড়াইশো বছর আগের পিস্তল হাতে বড়লাট ওয়ারেন হেস্টিংস দ্বন্দ্বযুদ্ধে নেমেছিলেন কলকাতার রাস্তায়।  সেই পিস্তলের কথা বইয়ে পড়েই সন্তুষ্ট থাকতে হয় পড়ুয়াদের। তাই দূরত্ব যাতে কোনোভাবেই এইসব জানার আগ্রহের পথে বাধা হয়ে না দাঁড়ায় তার জন্যই এই ধরনের পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয়  সংস্কৃতি মন্ত্রক। বাংলার গ্রামে গ্রামে বিজ্ঞান চর্চার মোবাইল কেন্দ্র ও ইতিহাস সেখানোর ভার্চুয়াল জাদুঘর নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তাই এবার দুধের স্বাদ ঘোলে নয়, দুধেই মিটতে চলেছে গ্রাম বাংলার পড়ুয়াদের।

Loading

Leave a Reply