পরিবার থেকে মাত্র দু’জন করে একসাথে গঙ্গায় আসতে পারবেন। ছট পুজো নিয়ে এমনই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পাশাপাশি ঢাক ছাড়া কোনরকম সাউন্ড সিস্টেম ব্যাবহার করা যাবে না। আতসবাজির ক্ষেত্রে আগেই নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ফলে করোনা আবহে বিধিনিষেধ মেনেই ছট পুজো পালন করতে হবে হিন্দী বলয়ের মানুষদের। হুগলি-চুঁচুড়া পৌরসভার আওতাভূক্ত ১৩টি গঙ্গার ঘাটে এবারে ছট পুজো দেওয়া যাবে। বুধবার দিনভর সেইসমস্ত ঘাটগুলি সাফাই করার কাজ চলে।
পুরকর্মীরা সেইসমস্ত ঘাট সাফাই অভিযানে নামেন। এদিন এই কাজ দেখতে উপস্থিত হন পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী, কো-অর্ডিনেটর পার্থ সাহা সহ অন্যান্যরা। এদিন পৌরপ্রধান বলেন ঘাটে পুলিশি নজরদারির পাশাপাশি প্রাথমিক চিকিৎসা ব্যাবস্থা থেকে শুরু জন পরিষেবায় সবরকমের ব্যবস্থা রাখা হবে।
সামাজিক দূরত্ব বজায় না রেখেই বিজেপির মিছিল। বিষ্ণুপুর শহরের রাস্তায় মিছিল আটকে দিল পুলিশ। লকডাউন ভাঙার অপরাধে গ্রেফতার ৭ বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার তৃণমূলের রেশন দুর্নীতি ও তিন মাস বিদ্যুৎ বিল মুকুব সহ একাধিক দাবি নিয়ে বিষ্ণুপুর ব্লক অফিসে ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপি সাংগঠনিক জেলা নেতৃত্বের। এদিন দুপুরে বিষ্ণুপুর এক্সচেঞ্জ মোড় সংলগ্ন বিজেপি পার্টি অফিস থেকে […]
এক কিশোরী ও দুই কিশোরীর ত্রিকোণ প্রেমের সম্পর্ক ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল নরেন্দ্রপুর থানার খুরিদাবাদ এলাকায়। এক কিশোরীর সাথে প্রেম নিয়ে দুই প্রেমিকের বন্ধু বাহিনীর তুমুল সংঘর্ষ বাধে। দু’পক্ষই একে অপরকে ছুরি দিয়ে আক্রমণ চালায়। এতে দুই বন্ধুরই ছুরির আঘাত লাগে। তাতে বাবু হালদার নামে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও এক কিশোর ই-এম বাইপাসের […]
স্বামীর চিকিৎসার খরচা চালাতে হিমশিম খাচ্ছেন স্ত্রী মিনতি দেবী। এমনটাই দেখা গেলো বাঁকুড়া জেলার বড়জোড়া থানার অন্তর্গত ব্রাহ্মনডিহা গ্রামে। বাড়িতে গিয়ে দেখা গেলো একটি ছোট্ট ঘরে সুধীর দত্ত এবং স্ত্রী মিনতী দত্ত এই দুই দম্পতি বাস করেন। জানা গিয়েছে তাদের দুই মেয়ে।তাদেরও বিয়ে হয়ে শ্বশুরঘর চলে গিয়েছে।তাই এরা দুইজন থাকেন এই বাড়িতে। সুধীরবাবুর কিডনির সমস্যা […]