স্বামীকে খুন করে সোজা থানায় দ্বারস্থ স্ত্রী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নেহেরু নগর এলাকায়। জানা গেছে, এলাকার বাসিন্দা শঙ্কর দে-র প্রথম পক্ষের স্ত্রী চলে যাওয়ার পর আড়াই বছর আগে দ্বিতীয় বার তিনি বিয়ে করেন শান্তি দে-কে। শঙ্করের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই দ্বিতীয় পক্ষের স্ত্রী শান্তি শঙ্করের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতো। এমনকী, এক বছর আগে দ্বিতীয় পক্ষের স্ত্রী শান্তি বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়।
এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার সন্ধ্যা বেলাতেও বিবাদ চলে। পরে নিজের বাড়িতে স্বামীকে খুন করে থানায় চলে যান নিজে। পায়ের শিরা কেটে এবং গলায় ফাঁস দিয়ে তাকে খুন করে বলে অভিযোগ।পরে বনগাঁ থানায় গিয়ে নিজে থেকেই আত্মসমর্পণ করে ওই মহিলা।এরপর বনগাঁ থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে শঙ্করের মৃতদেহ উদ্ধার করে। ঘটনা জানাজানি হতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা।
- সন্ধ্যা নামলেই ভূতের আতঙ্কে ভীত সন্ত্রস্ত এলাকাবাসী
- গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ
- ঝুলন্ত পচাগলা মৃতদেহ উদ্ধার
- সরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা করলেও প্রদীপের নিচেই অন্ধকার
- খুন হতে হল; বিবাহিত মহিলারা সাথে ভালোবাসার সম্পর্কের কারণে