দেশ

অায়রন করে টাকার জীবানু মুক্ত করছে ব্যাঙ্ক

করোনা থেকে বাঁচার জন্য অনেকেই মনে করছিলেন উষ্ণ তাপমাত্রায় জীবাণুমুক্ত হতে পারে করোনার।আর তা কতটা সত্য, তা এখনও বোঝা যায়নি। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন উষ্ণতায় ভাইরাস মুক্ত হয় তবে করোনা মুক্ত হয় কিনা তার এখনও প্রমাণ মেলেনি। কিন্তু এই কথার উপর ভিত্তি করেই এবার ব্যাংকের ম্যানেজার চেক কে সেকে নিচ্ছেন, জামা কাপড় ইস্ত্রি করা মেশিন দিয়ে। ২১ দিনের লকডাউনে সাধারণ মানুষ বিশেষ দরকার ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না ঠিকই। কিন্তু এমন কিছু মানুষ আছেন তাদেরকে জনকল্যাণের জন্য বাইরে বেড়াতেই হচ্ছে এবং কাজও করতে হচ্ছে।

যেমন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাংককর্মী। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাদের প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে। কিছুদিন অাগে দেখা গিয়েছিল মুদির দোকানি টাকা নিয়ে সেই টাকা সাবান জলে কেচে রোদে শুকনো করছেন। অার এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো জীবাণু থেকে বাঁচার জন্য এক নতুন উপায়। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা যাচ্ছে কোন মানুষ চেক দিলে জানলার ভিতর থেকে চেক নেওয়া হচ্ছে। তারপর সেই চেক চিম্টের মাধ্যমে ধরে ব্যাঙ্ক ম্যানেজার আয়রন করে নিচ্ছেন সেটিকে। এভাবেই তিনি মনে করছেন করোনার জীবাণুমুক্ত হচ্ছে। এভাবেই চলছে সেই ব্যাঙ্কের কাজ। আর এমনই ঘটনা টুইটারে শেয়ার করলেন মহেন্দ্র গ্রুপের কর্ণধার আনান্দ মহেন্দ্র। তিনি বলছেন এনার বুদ্ধির তারিফ করতে হয়। দেখে নিন সেই ভিডিও।

Loading

Leave a Reply