দেশ

এই প্রথম করোনায় আক্রান্ত হলেন ভারতীয় সেনা জওয়ান

এবার এক ভারতীয় সেনা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। লাদাখ সীমান্তে ধরা পড়েছে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত সেনা। ৩৪ বছর বয়সি ওই সেনার শরীরে কোভিড-১৯ এর জীবানু মিলেছে। কিন্তু কীভাবে ওই সেনা করোনায় আক্রান্ত হলেন? জানা গেছে ৬ মার্চ ইরান থেকে গ্রামের বাড়িতে আসেন ওই সেনার বাবা। অফিসের অনুমতি নিয়ে বাবার সাথে দেখা করতে গ্রামের বাড়িতে যান সেনাবাহিনীর ওই জওয়ান।

এরপর ফের কাজে যোগ দেওয়ার জন্য লাদাখে ফিরে আসেন। সেখানে ফিরে করোনার বিভিন্ন উপসর্গ দেখা যায় তাঁর শরীরে। সর্দি, জ্বর এবং শ্বাসকষ্ট শুরু হয় ওই সেনা জওয়ানের। এরপর হাসপাতালে পরীক্ষা করে তাঁর শরীরের মধ্যে করোনা পজিটিভ দেখা যায়। স্পেশাল কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাঁকে। তাঁর সাথে মেলামেশা করা আরো দশ জন সেনাকেও কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। সেনার বাড়িতে থাকা দিদি, স্ত্রী এবং দুই সন্তানকেও স্পেশাল কোয়ারেন্টাইন রাখা হয়েছে।

Loading

Leave a Reply