রাজ্য

করোনাভাইরাস ইস্যুতে বেফাঁস মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

‘গরুর দুধ থেকে সোনা বের হওয়া’ মন্তব্য নিয়ে বিতর্কের শিরোনামে উঠে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার করোনা প্রসঙ্গে তিনি ফের বেফাঁস মন্তব্য করে বসলেন এগরার সভা থেকে। রাজ্য সভাপতি বলেন,“মায়ের প্রসাদ খেলে করোনা হবে না”

মঙ্গলবার এগরার সভা থেকে তিনি বলেন, “যে সব দেশ চাঁদ-সূর্যে পৌঁছে গিয়েছে তাঁরা নাকি করোনার ভয়ে ঘরে আটকে। আর এই সভায় দেখুন লোক ভরতি। কোনও করনার ভয় নেই। এখানে কারও করোনা হবে না, কারণ আমাদের মাথায় ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। মায়ের প্রসাদ খেলে করোনা হওয়ার প্রশ্নই নেই।” বিজেপি সাংসদের এই মন্তব্যেই শুরু বিতর্ক। আর বিজেপি নেতার এই মন্তব্যকে হাসির খোরাক করেছেন অনেকেই।

যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যকে হাসির খোরাক বলেই উড়িয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, দিলীপ ঘোষের মনে রাখা উচিত তিনি শীর্ষস্তরের নেতা, কথা বলার আগে ভাবা প্রয়োজন। 
বিতর্কের শীর্ষে থাকেন।

সভা হোক বা জনসংযোগ কর্মসূচি, দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্য নিয়ে সমালোচনা চলতেই থাকে। এবার করোনা প্রসঙ্গে মুখ এক অপ্রাসঙ্গিক তত্ত্বকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

Loading

Leave a Reply