বাংলায় একটা প্রবাদ আছে, ‘ধরি মাছ না ছুঁই পানি’। এই মুহূর্তে দেশজুড়ে আলোচিত কৃষিবিল নিয়ে নিতীশ কুমারের দলের অবস্থান ঠিক এমনটাই। সবটাই কি তাহলে বিহার কে লক্ষ্য করে। নীতিশের দলের হঠাৎ অবস্থান বদল নিয়ে অবশ্য সেই জল্পনায় জোরালো হচ্ছে। কারণ আগাগোড়া এই বিলটিকেই সমর্থন জানিয়েছে সংযুক্ত জনতা দল। সংসদের দুই কক্ষেই কেন্দ্র সরকারের আনা এই বিলে পূর্ণ সমর্থন জানিয়েছিল নীতিশের দল অথচ বিল পাশ হয়ে যাওয়ার পর তারা উল্টো অবস্থান নিচ্ছে। নীতীশ কুমারের দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে আমরা চাই কৃষি আইন এর মধ্যে স্পষ্ট করে লেখা থাকে যে ফসলে ন্যূনতম সহায়ক মূল্য বন্ধ হবে না।
এমনকী এগ্রিকালচার মার্কেট বন্ধ না হওয়ার পক্ষে নীতিশের দল। এর আগে কেন্দ্রীয় সরকারের এই বিলের বিরোধিতা শিরোমনি অকালি দলের সমর্থন হারিয়েছে বিজেপি। এরপর আরও এক জোট শরিক এর এই বিলের বিরোধিতা যথেষ্ট অস্বস্তিতে পড়তে চলেছে বিজেপি শিবির। কিন্তু আচমকাই নিতীশের দলের এই ভোল বদল নিয়ে নানা কারণ উঠে আসছে। কারণ এই মুহূর্তে বিহার ভোটের চূড়ান্ত প্রস্তুতি চলছে।
ইতিমধ্যেই কৃষি বিল বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা। ভোটের আগে এই বিলকে যে তারা ইস্যু করতে চলেছে, তার আগাম আঁচ পেয়ে গিয়েছে নীতিশের দল। তাই এই ইস্যুতে যাতে বিরোধীরা ফায়দা তুলতে না পারে এবং কৃষকরা সংযুক্ত জনতা দল থেকে মুখ ফিরিয়ে না নেয়, সেই কারণেই আচমকা অবস্থান বদল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।