খড়্গপুরে একটি পুরনো বাড়ি ভাঙার সময় হদিশ মিলল রবীন্দ্রনাথের হাতে লেখা চিঠিটি। চিঠিটি ১৯৩৫ সালের ১১ মার্চ লেখা। জানা গেছে, খড়্গপুর শহরের মধ্যেই পাঁচিল ঘেরা একটা জায়গায় পুরনো বাড়ি ছিল। দীর্ঘদিন কেউ না থাকায় বাড়িটি ভগ্ন অবস্থায় পড়েছিল। জমিটির মূল মালিক মুখোপাধ্যায় পরিবারের তিন ভাই। তাঁদের একজন মারা গেছেন। কেউই এলাকায় থাকেন না।
অন্য দুই ভাই ওই বাড়িটি ভাঙার দায়িত্ব দেন রাজা সরকার নামে একজনকে। কয়েক দিন ধরে বন সাফ করে বাড়ি ভাঙার কাজ করাচ্ছিলেন রাজা সরকার। সেই চিঠিতে লেখা খুব একটা স্পষ্ট না হলেও এটুকু স্পষ্ট যে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ১৯৩৫ সালের।