দেশ

তৃতীয় লকডাউনে কোন কোন পরিষেবা চালু করল কেন্দ্র সরকার,তা একনজরে দেখুন…

তৃতীয় পর্বের লকডাউনে ঢুকে গেল দেশ ৷ করোনা মোকাবিলায় লকডাউন চলবে আগামী ১৭ মে পর্যন্ত ৷ তবে এই পর্বে সরকারের তরফ থেকে অনেক কিছু নিয়ম শিথিল করেছেন ৷ দেশের সমস্ত জেলাগুলিকে রেড, অরেঞ্জ,গ্রিন ৩ ভাগে বিভক্ত করা হয়েছে ৷ রেড জোনে মল , মাল্টিপ্লেক্স, মার্কেটের দোকান খোলা যাবে না ৷ তবে যে দোকান শুধু এলাকার একটিই দোকান ,সেই সব দোকান খোলা যাবে ৷ কোনও এলাকার সব আলাদা আলাদা দোকান খোলা যাবে ৷ সেক্ষেত্রে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা যাবে তা নয় সব রকমের জিনিসের দোকানই খোলা যাবে ৷




ব্যক্তিগত গাড়ি নিয়ে রেড জোনেও মানুষ বার হতে পারে ৷ সেক্ষেত্রে বাইকে একজন সওয়ারি ও গাড়িতে ড্রাইভার ছাড়া আর একজন বসতে পারবেন ৷ একমাত্র সংক্রমিত এলাকা ছাড়া বাকি সব জায়গাতেই পরিচারিকারা কাজ করতে পারবেন ৷ তবে যেহেতু গণপরিবহন ব্যবস্থা বন্ধ আছে তাই তাদের আনানোর ব্যবস্থা করতে হবে আর নইলে পরিচারিকাদের নিজেদের আসতে হবে । রেড জোনে বন্ধ থাকবে ওলা উবের পরিষেবা । চলবে না অটো -রিকশা কোনও কিছুই ৷ রেড জোনে সমস্ত সরকারি ও প্রাইভেট অফিস ৩৩ শতাংশ কর্মচারী নিয়ে খুলতে পারে৷ বাকি লোকেদের ওয়ার্ক ফ্রম হোম করতে হবে ৷ ডেটা ও কল সেন্টার, মিডিয়া, আইটি কোম্পানি, প্রাইভেট সিকিউরিটি, ফেসিলিটি ম্যানেজমেন্ট খোলা থাকবে৷ কোনও ভাবেই খোলা যাবে না সেলুন, স্পা, নাপিতের দোকান৷ আর উৎপাদন শুরু করা যাবে না অত্যাবশকীয় পণ্য নয় এমন দ্রব্যের। স্বাভাবিকভাবে নতুন লকডাউনের অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ।


Loading

Leave a Reply