কর্মসংস্থান, রাজ্যে নতুন শিল্প, সহ একাধিক দাবিতে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে ১০টি বাম ছাত্র যুব সংগঠন। হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে আজ দুটি মিছিল আসবে কলেজ স্ট্রিটে। তারপর দুপুর ১টায় সেখান থেকেই শুরু হবে নবান্ন অভিযান।
এই অভিযান শুরুর আগে সকালেই নবান্নের অলিন্দে আচমকাই চাল চোর স্লোগান, পুলিশ কে চমক বাম যুবদের। দিনের শুরুটা হল এভাবেই। পুলিশ আশা করেনি। ১০-১২ জনের একটি বাম যুব দল আচমকাই পতাকা হাতে প্রবেশ করে নবান্নের অলিন্দে। বিধায়ক ইব্রাহিম আলির নেতৃত্বে প্রবেশ করে তারা। ইব্রাহিমের নেতৃত্বে আচমকাই নবান্নের গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন এসএফআই-ডিওয়াইএফআই এর ১০-১২ জন কর্মী। তাঁরা স্লোগান দিতে থাকেন সাদা পতাকা হাতে। স্লোগানে বলতে থাকেন চাল চাল চোর সরকার আর নেই দরকার। শশব্যাস্ত হয়ে পড়ে হতচকিত পুলিশ। তৎক্ষণাৎ ঘিরে ফেলা হয় বাম যুবদের। তাঁদের আটক করা হয়।
দুপুর ১টায় হবে নবান্ন অভিযান। পুলিশ এই অভিযানের অনুমতি না দিলেও ছাত্র নেতারা আগেই সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন কর্মসূচী হবেই পুলিশের অনুমতির পরোয়া তারা করছেন না। তারপর যা ঘটবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দায়ী থাকবে।