জেলা

প্রেমিকাকে সিঁদুর পরিয়ে একসাথে ট্রেন লাইনে ঝাঁপ রুপমের

স্কুল বা ক্লাসঘরে বন্ধুত্ব ছাপিয়ে প্রেম এবং বাধার কাঁটায় ক্ষতবিক্ষত হয়ে জোড়া আত্মহত্যা আগেও ঘটত, এখনও ঘটছে। ফের একটি তা প্রমাণ করল। যুগলের জীবন শেষের সিদ্ধান্তে এই পাশে দাঁড়ানোর কাহিনিতেও দাঁড়ি পড়ে গেল। রেললাইনের ধারে প্রেমিকার কপালে সিঁদুর পরিয়ে দিয়েছিল প্রেমিক। সেই ছবি ফেসবুকে পোস্ট করে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল দু’জনে। দক্ষিণ-পূর্ব রেলের উলুবেড়িয়া স্টেশনের কাছে লাইনের ধারে কিশোর-কিশোরীর ছিন্নভিন্ন দেহ উদ্ধারের ঘটনায় তোলপাড়। জিআরপি জানায়, মৃত কিশোরের নাম রূপম বানু (১৭) ও কিশোরীর নাম স্নিগ্ধা কারক (১৭)। বাগনানের নবাসনের আনন্দ নিকেতন স্কুলের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের পড়ুয়া ছিল রূপম। আর স্নিগ্ধা পড়ত ওই স্কুলের কলা বিভাগে। শিক্ষকরা জানান, রূপম ছিল অত্যন্ত মেধাবী ছাত্র। আর দু’জনেরই এ বার উচ্চমাধ্যমিকে বসার কথা ছিল।

এলাকা সূত্রে শুধু জানা গিয়েছে, কয়েক দিন আগে স্নিগ্ধার ছবি বাড়িতে দেখায় রূপম। খুলে বলে তাদের সম্পর্কের কথা। তাতে প্রচুর বকাঝকা শুনতে হয় কিশোরকে। দু’জনের সম্পর্ক মানতেও চাননি পরিবারের লোকজন। তবে রূপমের জেঠু অষ্ট বানু এ দিন বলেন, ‘আমার ভাইপো খুব ভালো ছেলে। কারও সঙ্গে ওর প্রেমের সম্পর্ক ছিল তা আমরা জানতাম না। জানলে আমরাই বিয়ে দিয়ে দিতাম।’

কিশোর-কিশোরীর আত্মহত্যায় এ দিন যেন মিলে গিয়েছিল দুই বাড়ি। একমাত্র ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকে হঠাত হঠাত অজ্ঞান হয়ে যাচ্ছেন রূপমের মা। ছেলের দেহ ময়না-তদন্তের জন্য উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে গিয়েছেন বাবা। চকবৃন্দাবনপুরে তখন সামলানো যাচ্ছে না স্নিগ্ধার মা টুটুনকে। কাঁদতে কাঁদতে শুধু বলছেন, ‘আমার একটি মাত্র সন্তান। সেও চলে গেল।’ কাকা বিভাস কারক বলেন, ‘বুধবার দুপুর ৩টে নাগাদ রূপম আসে স্নিগ্ধাদের বাড়ি। কিছু নোটপত্রও দেয়। সন্ধ্যা হয়ে যাওয়ায় রূপম স্নিগ্ধাকে বলে, সাইকেলে একটু এগিয়ে দিতে। স্নিগ্ধা এগিয়ে দিতে যায়। আর ফেরেনি।’

রেল পুলিশ সূত্রের খবর, বুধবার রাত ৮টা ৫০ মিনিট নাগাদ আপ পাঁশকুড়া লোকালের গার্ড উলুবেড়িয়া স্টেশনের কাছে দু’জনের দেহ পড়ে থাকতে দেখেন লাইনে। পরে দেহ দু’টি উদ্ধার করে উলুবেড়িয়া জিআরপি। কাছেই পাওয়া যায় রূপমের ব্যাগ। তাতে ছিল ব্যাঙ্কের পাসবই। সেখান থেকে জানা যায় রূপমের ঠিকানা। তবে স্নিগ্ধার পরিচয় জানা যায় আরও পরে। সবমিলিয়ে রূপম-স্নিগ্ধার প্রেম কাহিনীতে স্তম্ভিত সাধারণ মানুষ।

আমরা আসছি…….

Loading

Leave a Reply