জেলা

ফের মেট্রোর কাজ চলাকালীন কেঁপে উঠল বউবাজার এলাকা, আতঙ্ক

কলকাতার বিভিন্ন এলাকার ভূগর্ভের অবস্থা অনেকদিন আগে থেকেই আশঙ্কাজনক। অার এবার ফের মেট্রোর কাজ চলাকালীন কেঁপে উঠল বউবাজার এলাকা। ফের বউবাজারের গৌড় দি লেনের ২৩ টি বাড়ির ছাদে ও দেওয়ালে ফাটল দেখা গেল। মার্চ মাসে যে সমস্ত বাড়িতে ফাটল দেখা দিয়েছিল, সেই সমস্ত বাড়িগুলির ফাটল বেশ খানিকটা দীর্ঘ হয়েছে। মাটির তলা দিয়ে মেট্রো কাজ চলার কারণে এই ফাটল দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। জানা গেছে, এই সময় মেট্রোর টার্নেল বোর্ডিং লেনের কাজ চলছে গৌড় দে লেনের ঠিক নীচেই। আর সে কারণেই বাড়িগুলোতে ফাটল দেখা দিয়েছে।

রীতিমতো আশঙ্কায় দিন কাটাচ্ছেন বাড়ির মানুষজন। ৭-৮ মাস আগে বউবাজারের শেকড়া পাড়া লেনের বেশ কিছু বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল মেট্রোর কাজ চলাকালীন। সেই আশাঙ্কাতেই দিন গুনছে গৌর দে লেনের মানুষজন। ৭-৮ মাস অাগে বউবাজারে মেট্রোর কাজ শুরু হওয়ার সময় বউবাজারের চৈতন্য সেন লেন, গৌরদে লেন, সীতারাম ব্যানার্জি লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। আর সেই ফাটলই অারও দীর্ঘায়িত হল। ফাটল দেখা দেওয়া এই বাড়িগুলির বেশ কিছু মানুষজনকে হোটেলের স্থানান্তরিত করা হলেও কিছু মানুষকে এখনও স্থানান্তরিত করা হয়নি। তারা ভীত সন্ত্রস্ত হয়ে দিন কাটাচ্ছেন। মেট্রোর আধিকারিক এবং এখানকার কাউন্সিলার এলাকা পরিদর্শন করে গেছেন। অার তাঁরাও এই আশঙ্কার কথা স্বীকার করে নিয়েছেন। এখন দেখার কত দ্রুত বাড়িগুলির সঠিক নির্মাণ সম্পন্ন করে মেরামতি করে মানুষজনকে নিরাপদে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া যায়।

Loading

Leave a Reply