করোনা আতঙ্কে যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন গোটা দেশের মানুষ। বুধবার সকালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে নতুন করে আতঙ্কিত হয়ে উঠলেন খানাকুলের বালিপুর এলাকার মানুষ। চলে ব্যাপক বোমাবাজি বলে অভিযোগ।
ঘটনার সূত্রপাত, করে বাজারের স্থানান্তরকে কেন্দ্র করে। স্থানীয় সূত্রে জানা গেছে তৃণমূলের একটি গোষ্ঠী বালিপুর বাজার অন্যত্র স্থানান্তরের বিষয়ে দ্বিমত প্রকাশ করেন। এরপরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একটি অংশের সঙ্গে শুরু হয় বচসা। পাশাপাশি ২ পক্ষের মধ্যে হাতাহাতি বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক হওয়ায় খবর দেওয়া হয় খানাকুল থানায়। ওসি অনিল রাজ বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় পৌঁছায় পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান অভিযোগ তৃণমূল নেতা সাকিমের নেতৃত্বে তৃণমূলের একটি অংশ এলাকার বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করতে ব্যাপক বোমাবাজি শুরু করে। এই এলাকার বাজার অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। যেটি প্রশাসন ও পুলিশের উপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তৃণমূলের সাকিম গোষ্ঠী চাইছেনা বালিপুর বাজার পরিবর্তন হোক করোনার দরুন। তাই পূর্ব পরিকল্পনামাফিক এলাকায় শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার পাশাপাশি ব্যাপক বোমাবাজি করতে শুরু করে। এমনকি পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে বলে অভিযোগ করেন তিনি।
যদিও সেক সাকিমের দাবি, এই ধরনের ঘটনার সঙ্গে তারা জড়িত নয় অযথাই তাদের নামে কুৎসা রটনা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। সবমিলিয়ে এই ঘটনায় যথেষ্টই আতঙ্ক রয়েছে এলাকায়। থমথমে গোটা গ্রাম। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ।