জেলা

২ লক্ষ টাকায় বাস ভাড়া করে হায়দ্রাবাদ থেকে কাটোয়ায় ফিরলেন পরিযায়ী শ্রমিকরা

দু’লক্ষ টাকা দিয়ে বাস ভাড়া করে হায়দ্রাবাদ থেকে কাটোয়ায় ফিরলেন ৪৪ জন পরিযায়ী শ্রমিক। প্রত্যেকেই হায়দ্রাবাদের বিভিন্ন মিষ্টির দোকানে শ্রমিকের কাজ করতেন বলে জানা গিয়েছে। কাটোয়া-১ ব্লকের সুদপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বাড়ি এই শ্রমিকদের। তবে এদিন বাস নিয়ে ফিরে গ্রামে ঢোকার আগেই তাঁরা কাটোয়া মহকুমা হাসপাতালের ফ্লু সেন্টারে গিয়ে শারীরিক পরীক্ষা করান। হায়দ্রাবাদ থেকে আসা পূর্ণচন্দ্র মণ্ডল, সঞ্জয় মণ্ডল, তাপি প্রধান, বিশ্বজিৎ মণ্ডল বলেন, লকডাউন শুরুর পর থেকেই আমরা হায়দ্রাবাদের বিভিন্ন এলাকায় আটকে গিয়েছিলাম। জমানো টাকা প্রায় শেষ হওয়ার পর প্রচণ্ড কষ্টে ছিলাম। তারপরেই বাস ভাড়া করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্যে থেকে বাড়ি ফেরার ছাড়পত্র মিলতেই একে একে ফিরে আসছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের মধ্যে সোমবার বৃন্দাবন থেকে ১১ জন, মঙ্গলবার হায়দ্রাবাদ থেকে ৩৪ জন এবং এদিন ওই একই জায়গা থেকে ৪৪ জন শ্রমিক কাটোয়া মহকুমায় ফিরেছেন। প্রত্যেকেই হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পর নিজের এলাকায় ফিরছেন।

Loading

Leave a Reply