ফের বেফাঁস মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এনআরসির সমর্থনে শুক্রবার হাওড়া একটি বিজেপির পক্ষ থেকে অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, যুব মোর্চার সভাপতি দেবজিত সরকারসহ বিজেপি নেতৃত্ব। এদিন অভিনন্দন যাত্রার শেষে একটি সভা করে বিজেপি নেতৃত্ব। এই সভা থেকে একপ্রকার লাগামহীন মন্তব্য করতে শুরু করেন দিলীপ ঘোষ। তিনি বলেন যে সমস্ত বিরোধীরা নাগরিকত্ব ইস্যুতে রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাদের কোন মা-বাবার ঠিক নেই। পাশাপাশি একই সাথে বিশিষ্টজনেদের তিনি এক হাতে নিয়ে বলেন, বিশিষ্টরা আজ বড় শয়তান।
স্বাভাবিকভাবে এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিরোধী দলগুলি অবশ্য দিলীপ ঘোষের এখানে মন্তব্যকে সেই অর্থে বেশি গুরুত্ব দেয়নি। তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি দিলীপ ঘোষের সম্পর্কে বেশি না বলায় ভালো। একটি অশিক্ষিত মানুষ যা যা করেন দিলীপ ঘোষ তাই তাই করছেন আর তাতে সঙ্গ দিচ্ছে তাদের দলের মাথারা।
অন্যদিকে সিপিআইএমের দাবি বিজেপি দল যে কতটা নোংরা হতে পারে তা মানুষ দেখতে পাচ্ছে। কখনও বলছে গুলি করে মেরে দেবে, আবার কখনও বলছে জন্মের ঠিক নেই। আসলে দিলীপ ঘোষের কোন শিক্ষা নেই। তিনি সাংসদ হয়েছেন, কিন্তু তার পড়াশোনার আসল সার্টিফিকেট আছে কিনা তা নিয়ে সংশয় আছে। নাহলে একের পর এক বেফাঁস মন্তব্য করছে তার পরেও তাকে ফের রাজ্য সভাপতি করা হল। বাংলার মানুষ হাতেনাতে বিজেপি দলকে দেখতে পাচ্ছে