সমাজ কি বলল তাতে থোড়াই কেয়ার। ইচ্ছে শক্তি জোরে যে কোনও ভালো কাজেই সাফল্য আসে। মনির জরি একজন মানুষকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। তারই প্রমাণ মিলছে চলেছে বিহারে। পথ দেখাচ্ছে বিহার ভোট। দেশের প্রথম একজন রূপান্তরকারী মহিলাকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করছে নির্বাচন কমিশন। বিহারে ২৮ অক্টোবর প্রথম দফার নির্বাচন রয়েছে। ওইদিনই প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব সামলাতে দেখা যাবে রূপান্তরকারী মহিলা মনিকা দাসকে। তার আগে অবশ্য পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রূপান্তরকারী মহিলাকে অংশ নিতে দেখা গিয়েছিল। এরাজ্যে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রিয়া সরকার নামে এক রূপান্তরকারী মহিলা পোলিং অফিসারের দায়িত্ব সামলেছেন।
তবে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে এর আগে দেশে কোথাও কোনো রূপান্তরকারী মহিলাকে দেখা যায়নি। এবার সেটাই হতে চলেছে বিহার নির্বাচনে। জানা গেছে ওই রূপান্তরকারী মহিলা মনিকা ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হয়েছেন। ওই বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদকও পেয়েছেন। ৩২ বছর বয়সি মনিকা ২০১৫ সাল থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। এবার তাঁকেই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব সামলাতে দেখা যাবে।