দেশ

লকডাউন উপেক্ষা করে ধর্মীয় সমাবেশ, গ্রেপ্তার ৫

করোনা হটস্পট হিসাবেও চিহ্নিত করা হয়েছে। তা সত্ত্বেও প্রশাসনের নজর এড়িয়ে ধর্মীয় সমাবেশ হয়ে গেল বিজেপি শাসিত রাজ্য কর্নাটকের কালবুর্গিতে! যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক‌ । প্রসঙ্গত, লকডাউন চলাকালীন ধর্মীয় সমাবেশের অনুমতি না দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু কর্নাটকের কালবুর্গি এলাকাইয় দেখা গেল নিয়মভঙ্গের ভয়াঙ্কর ছবি। লকডাউন উপেক্ষা করেই বার্ষিক রথযাত্রা উৎসবে মেতে উঠল সাধারণ মানুষ। কালবুর্গি করোনা হটস্পট ।



পাশাপাশি এই জেলায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার সমালোচনায় সরব বিভিন্ন মহল। মন্দির কমিটির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ১৮৩, ২৬৯ ধারায় মামলায় দায়ের করা হয়েছে। তবে পুলিশে দাবি, এই অনুষ্ঠানটি আগে থেকেই হওয়ার কথা ছিল। কিন্তু মন্দির কমিটি জানিয়েছিল, তারা অনুষ্ঠানটি পালন করবে। কিন্তু হঠাৎই সব নিয়ম ভেঙে সমাবেশের আয়োজন করায় আয়োজকদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে এক পুলিশকর্মী ও জেলা প্রশাসনের এক কর্তাকে।

Loading

Leave a Reply