দেশ

সিএএ বিলকে সমর্থন জানিয়ে মুসলিমদের অন্তর্ভুক্তিকরণের দাবি তসলিমার

সারা দেশজুড়ে এই মুহূর্তে উত্তাল সিএএ ইস্যুতে। দিকে দিকে এই আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই পরিস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রশংসা করে ও প্রতিবেশী দেশের অত্যাচারিত মুসলিম, মুক্তমনা ও নাস্তিকদের অন্তর্ভুক্ত করার দাবি জানালেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। এই প্রসঙ্গে নিজের উদাহরণ টানেন তিনি। কেরালা সাহিত্য উৎসবে যোগ দিতে কোঝিকোড়ে এসেছেন তসলিমা। উৎসবের দ্বিতীয় দিনে একটি আলোচনায় তিনি বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অত্যাচারিত সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত খুবই ভালো। উদারতার পরিচয় দিয়েছে ভারত সরকার। কিন্তু আমার মতো লোকেরাও নাগরিকত্ব পাওয়ার যোগ্য।

তাঁর কথায় উঠে আসে বাংলাদেশের নীপিড়িত ব্লগারদের কথা। তাঁদের কয়েকজন গত কয়েক বছরে ইসলামিক জঙ্গিদের হাতে খুন হয়েছেন। তিনি বলেন অনেক ব্লগার প্রাণ বাঁচাতে ইউরোপ-আমেরিকায় পালিয়ে গিয়েছেন। কেন তাঁরা ভারতে আসতে পারবেন না। এখন মুসলিম সমাজ থেকে অনেক বেশি মুক্তমনা, ধর্মনিরপেক্ষ ও নারীবাদী চাই ভারতের।  ১৯৯৪ সালের হুমকির মুখে ভারত ছাড়তে বাধ্য করা হয়েছিল তাঁকে। তাঁর মতে ধর্মীয় অন্ধবিশ্বাসীদের নিন্দা করা উচিত। সংখ্যালঘু ও সংখ্যাগুরু উভয়ের ক্ষেত্রেই এরা সব সময় সমাজের উন্নতি ও নারীর সমানাধিকারের বিরুদ্ধে। লোকে বলে আমি বাংলাদেশি, একজন বিদেশি। আমার কিন্তু মনে হয় আমি ঘরেই আছি যতদিন পারব ভারতেই থাকব।

Loading

Leave a Reply